মাসুদ মির্জা ।
টেকনাফ শাহপরীর দ্বীপে ইঞ্জিন নৌকায় কাটা পড়ে মো আব্দুল হামিদ (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দহ্মিণ পাড়ার বাসিন্দা মো মনির উল্লাহ ছেলে।
আজ সোমবার সকাল ১০টার উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত তীরবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা সূত্র জানায়, আজ সোমবার ভোররাতে উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার জাফর আহমদের মালিকানাধীন ইঞ্জিন নৌকায় করে ৯ জন মাঝি-মাল্লা সাগরে মাছ ধরতে যান। পরে আজ সকালে মাছসহ ইঞ্জিনটি কূলে ফিরে তীরবর্তী উঠানোর সময় ইঞ্জিন নৌকা পাখায় কাটা পড়ে মো আব্দুল হামিদ আহত হলে অপরাপর জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। বেলা ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
Leave a Reply