এম এ রশীদ বিশেষ প্রতিনিধি:
শাহপরান (রহ.) থানাধীন বালুর এলাকার এক অসহায় ভুক্তভোগিকে তার আপন ভাই ও মা-বাবা মিলে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (১২ নভেম্বর) বালুচর বাসা নং-২০৯ এলাকার আওলাদ আলীর পুত্র রাজন আহমদ (৩৫) নিজেও তার স্ত্রীর নিরাপত্তার চেয়ে শাহপরান (রহ.) থানায় আপন ভাই ও মা-বাবার বিরুদ্ধে একখানা সাধারণ ডায়েরী করেন, যাহার জিডি এন্ট্রি নং- ৬৬১।
অভিযুক্তরা হচ্ছে- একই ঠিকানার ভুক্তভোগির আপন ভাই কথিত সাংবাদিক মোহন মিয়া, তার বাবা আওলাদ আলী ও তার মা রৌশন আরা বেগম রেবা।
জিডি এন্ট্রি সুত্রে জানা গেছে- বাদী তার ভাই ও মা-বাবার অনুমতি ছাড়া আয়েশা আফসানাকে ইসলামি শরিয়ত মোতাবেক বিহাহ করে। কিন্তু তাদের বিবাহের কাবিননামা সম্পাদন করা হয় নি। তথপিও তারা বর্তমানে প্রায় সাড়ে ৩ বছর যাবৎ সুন্দরভাবে স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করিতেছে। কিন্তু অভিযুক্তরা তার স্ত্রী আয়েশা আফসানাকে পারিবারিক ভাবে মানিয়া নিতে না পেরে সে এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আসছে। মূল অভিযুক্ত মোহন মিয়া সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করবে বলে হুমকি প্রদান করে। এমনকি মোহন মিয়া বিভিন্ন লোকের মাধ্যমে তাদের স্বামী-স্ত্রীকে গুম ও খুন করিয়া ফেলবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করিতেছে। সে এবং তার স্ত্রীর বিবাহের কাবিননামা সম্পাদন করতে চাইলে অভিযুক্তরা তাদের বিবাহের কাবিননামা সম্পাদন করতে বিভিন্নভাবে বাধাগ্রস্থ করে আসছে। অভিযুক্তরা সে এবং তার স্ত্রী আয়েশা আফসানাকে তালাক দেয়ার জন্য তার উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করাসহ তার স্ত্রীকে দেখে নেবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অভিযুক্তরা তার স্ত্রীর বিরুদ্ধে তার চরিত্র নিয়া এবং সে অন্যের স্ত্রী বলিয়া অপপ্রচার করে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতেছে।
তাছাড়াও অভিযুক্তরা তাদের সময় সুযোগে রাস্তাঘাটে একা পাইলে মারপিট করবে ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমাসহ মিথ্যা অপবাদ প্রচার করে তাদের হয়রানি করবে বলে হুমকি-ধামকি প্রদান করছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকাল অনুমান ০৪ঃ০০ ঘটিকায় অভিযুক্ত আওলাদ আলী ও রৌশন আরা বেগম রেবার ব্যবহৃত মোবাইল নং- ০১৭৭৮-৮৪৭৬৫০ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিয়ে সে এবং তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নিবে বলে হুমকি প্রদান করে।
অভিযুক্তদের এহেন হুমকিতে সে এবং তার স্ত্রী সম্মানহানি ও বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় হয়রানি করারা আশাংঙ্খা রহিয়াছে। অভিযুক্তদের এমন অপচেষ্টায় যেকোন মূহুর্তে তাদের বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষয়ক্ষতির সমূহ সম্ভাবনা রহিয়াছে।
সর্বশেষে রাজন আহমদ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের হাত থেকে তার মতো নিরীহ মানুষদের রক্ষার জন্য সিলেটের উর্ধ্বতন কর্মকর্তার নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply