মাগুরা,শালিখা উপজেলায় প্রান ঘাতী কোরনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের খাদ্য সংকট মোকাবেলায় মানবিক সাহায্য হিসাবে দরিদ্র মানুষের কাছে গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরন করলেন শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শালিখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। আজ শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডের ১ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রীর ব্যাগ তুলেদেন।প্রতি প্যাকেটে ৩ কেজি চাল,১কেজি আলু ও ৫০০গ্রাম ডাল দেয়া হয় বলে জানান।এসময় মোঃ রেজাউল ইসলাম বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিলেন,আছেন,ভবিষ্যতে থাকবেন।জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্র মানুষের পাশে এসে দড়িয়েছি।যে কোন দুর্যোগ মোকাবেলায় আমার পক্ষ্য থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply