শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
” বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি “প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে মাগুরার শালিখায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (natp-2 ) মাসুদুর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক সাইফুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় শালিখা উপজেলায় পুষ্টি চাহিদা পূরণে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যদস্যু নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply