শালিখায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ নিহত ২৷
শালিখা (মাগুরা) প্রতিনিধি:মোঃ কুতুবুল আলম সানু।
মাগুরার শালিখায় ট্রাক -ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে শরিফা খাতুন নামে(৩০) নাম এক মহিলা ও তার কোলে থাকা খাদিজা নামের ৭ মাস বয়সী কন্যা শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালক মিজানুর রহমান ও ভ্যানের অপর যাত্রী রহিমা খাতুন নামে আরো দুজন আহত হয়। আহতদের শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শরিফা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গ্রামের ইবাদুল ইসলাম এর স্ত্রী। আজ সোমবার সকাল ১০ টায় আড়পাড়া- বুনাগাতি সড়কের জুনারীর মোড় নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত শরিফা শালিখা উপজেলা পশুসম্পদ অফিসে প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে উপজেলা-সদর আড়পাড়ার দিকে আসার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার শুকুর আলী কে শালিখা থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে। শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৭/০৯/২১
Leave a Reply