শালিখায় যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শালিখা (মাগুরা প্রতিনিধি :
মাগুরার শালিখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ২০২১ উপলক্ষে শালিখা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আজ(সোমবার) বেলা ১২.৩০ টায় শালিখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শ্যামল কুমার দে, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম সাগর, শালিখা উপজেলার সাত
ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনুষ্ঠানটিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা অনুষ্ঠান শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শালিখা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোশারফ হোসেন কাসেমী।
Leave a Reply