শালিখা মাগুরা প্রতিনিধি:
মাগুরার শালিখায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাউথ ওয়েস্ট প্রকল্পের অর্থায়নে মাগুরা জেলা ও শালিখা উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ব্রি ধান ৮৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় নালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। এছাড়াও উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা, বাপাউবো, ফরিদপুর হাফিজুর রহমান, সহকারি প্রধান (সমাজবিজ্ঞান) বাপাউবো, ফরিদপুর আব্দুর রাজ্জাকসহ নালিয়া ও ছাবড়ী গ্রামের তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে সুশান্ত কুমার প্রামানিক ব্রি ধান ৮৭ এর নানাবিধ সুবিধার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি এ ধান চাষাবাদের নানাবিধ উপকারিতার সচিত্র বর্ণনা করেন। মোঃ
Leave a Reply