শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাইম ব্যাংক মাগুরা শাখার আয়োজনে বুধবার বেলা ১১টায় শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংক এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রাইম ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মাগুরা শাখার প্রধান মোহাম্মদ মোস্তফা মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বাতেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হাসান কিব্রিয়া, এজেন্ট ব্যাংকিং ডেভলপমেন্ট কাস্টমার ব্যাংকিং ট্রেটরী ম্যানেজার ইমরান নাজির, উপজেলা বিএনপি’র আহবায়ক আনিসুর রহমান মিল্টন, বিএনপি নেতা কাজী ইমদাদুল হক সোনা, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও আড়পাড়া প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংক এর পরিচালক শহিদুজ্জামান শহিদ,আড়পাড়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় সভাপতির বক্তব্যে মোস্তফা মাহমুদ গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ন্যায় প্রাইম ব্যাংক দেশের আর্থিক খাত উন্নয়নে অনন্য ভূমিকা পালন করছে পাশাপাশি আপনাদের (গ্রাহকদের) সহযোগিতা পেলে প্রাইম ব্যাংক আরো কয়েক ধাপ এগিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি।
Leave a Reply