শালিখা,মাগুরা প্রতিনিধি:
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে: মহানবীর জীবনী সম্পর্কে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১২ই রবিউল আউয়াল,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এই দিনে আরবের মরু প্রান্তরে জন্মগ্রহণ করেছিলেন।প্রায় ১৪০০ বছর আগে মা আমিনার কোল আলো করে জন্ম নেন তিনি। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। এ জন্য এটি ওফাত দিবসও। বিভ্রান্ত মানুষদের পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ববাসী সহ মুসলিম উম্মার আনন্দের দিন আবার এ দিনই তিনি মারা যাওয়ায় একইসঙ্গে টি মুসলিম বিশ্বের জন্য কষ্টের দিন। এই দিনটি উপলক্ষে শালিখা উপজেলার ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান,রাজনৈতিক দল, মসজিদ ও মাদ্রাসা স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিল, আলোচনা ও কুরআন খতম সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। ইসলাম ধর্মমতে,সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা,) শেষ নবী তিনি পৃথিবীতে এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। সারা আরব বিশ্ব যখন পৌত্তলিকতায় বিশ্বাস করত,তখন মহান আল্লাহতায়ালা তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মদকে রহমতস্বরূপ বিশ্বজগতে পাঠিয়েছিলেন।সব ধরনের কুসংস্কার,গোঁড়ামি, অন্যায় অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে মানবতার মুক্তির বার্তা বহন করে এনেছেন তিনি। নিজ যোগ্যতা মহানুভবতা, সহনশীলতা,কঠোর পরিশ্রম ও সীমাহীন দুঃখের কষ্টের বিনিময়ে প্রিয়নবী জীবনাদর্শ রেখে গেছেন। মোঃ
Leave a Reply