মেহেদী হাসান,শার্শা প্রতিনিধি ।
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজা সহ ওলিয়ার রহমান (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি রাত ৯ টার সময় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ ওলিয়ার রহমানকে আটক করে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ। আটক ওলিয়ার রহমান হলেন বেনাপোল থানাধীন বারোপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।
এ বিষয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকরাম হোসেন বলেন, গোপন সূত্রে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে শার্শা থানাধীন পারুইঘুপি জামাত ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তা উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয় করছে। সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply