নাজিরুল ইসলাম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার মানিকদিপা গ্রামে স্বপ্নপূরণ স্কুলের শতাধিক শিশুদের মাঝে এসব শিক্ষা উপকরণ দেয়া হয়।
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নে ও পড়ালেখার প্রতি মনোযোগী করতে এই উদ্যোগ গ্রহণ করেন ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা সামগ্রী বিতরণীতে উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি সদস্য সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন এর শাজাহানপুর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আমার সংবাদ এর শাজাহানপুর প্রতিনিধি নাজিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, রেজাউল ইসলাম সহ আরও অনেকেই।
Leave a Reply