নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে তুষ বোঝাই ট্রাক উল্টে শাহাদত হোসেন (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া -ঢাকা মহাসড়কে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন ধুনট উপজেলার শাতপাড়া গ্রামের আফছার আলীর ছেলে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক সোহেল জানান, ধানের তুষ বোঝাই ট্রাকটি শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। অতিরিক্ত মালবোঝাই করার কারণে পথে আড়িয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকে থাকা একজন শ্রমিক ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এঘটনায় শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক বানিউল আনাম জানান, ট্রাকটি আটক আছে তবে ড্রাইভার ও হেলপার তাৎক্ষণিক চালিয়ে যায়।
Leave a Reply