নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৭৫) নামে অবসরপ্রাপ্ত প্রবীণ এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজাহার আলী মাস্টার উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়ার মৃত মোগলা প্রামানিকের ছেলে। ২০১১ সালে উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণের মধ্য দিয়ে তার শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে।
নিহতের স্বজনরা জানান, আজাহার আলী মাস্টার গত শনিবার রাত ৯টার দিকে বি-ব্লক বাজার থেকে সিএনজি চালিত অটোটেম্পু যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে অটোটেম্পু থেকে নেমে মহাসড়ক পার হতেই এমন সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা মারলে পড়ে গিয়ে মাথায় গুরুতর পান। এ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল রবিবার আড়াই টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এব্যাপারে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply