নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে সরকারি টেলিফোনের তার চুরির সময় ৩ জন চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দর্জিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুলতান আহমেদ (৩০), সুজাবাদ পশ্চিমপাড়ার আব্দুল গফুরের ছেলে আনোয়ার (৩২) ও সাজাপুর পশ্চিমপাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল হান্নান (৩২)।
পুলিশ জানিয়েছেন, উপজেলার সাজাপুর রাধারঘাট গ্রামের বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে মাটি খুঁড়ে সরকারি টেলিফোন ক্যাবল চুরি করছিল তারা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে ক্যাবলসহ তিন চোরকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply