শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে চাঁচাইতারা শ্মশান ঘাটে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সজল (৩১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। সজল শাজাহানপুর উপজেলার সাজাপুর দক্ষিণপাড়ার মৃত ইব্রাহিমের ছেলে বলে জানাগেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১২টার দিকে শ্মশানঘাটে ছোট্ট একটি গাছের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলতে দেখেন এলাকাবাসি। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সজলের স্বজনদের বরাদ দিয়ে শাজাহানপুর থানার এস.আই আল আমিন জানিয়েছেন, সজল চট্টগ্রামে একটি কোম্পানীতে চাকুরি করতেন। কিছু দিন আগে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটে। বিষয়টি নিয়ে সজল মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। এক পর্যায়ে চট্টগ্রামে থেকে সজল বাস যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে গতকাল শনিবার ভোর ৬টার দিকে বাস থেকে নিজ এলাাকয় পৌঁছেন। এরপর দুপুরে চাঁচাইতারা শ্মশানে একটি গাছের সাথে তার লাশ দেখতে পান এলাবাসি।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পকেটে থাকা বাসের টিকিট থেকে তার পরিচয় জানাগেছে।
Leave a Reply