নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের (সিআরভিএস) ব্যবস্থাপনার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমী সুপারভাইজার আমিনুল ইসলাম, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনসহ আরো অনেকে।
চার দিনব্যাপী এই প্রশিক্ষণে ৪ ব্যাচে উপজেলার ৬১ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১০২ জন শিক্ষক অংশগ্রহণ করবেন।
Leave a Reply