নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়ে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক শাহাদাত হোসেন, সাইদুজ্জামান তারা, মিজানুর রহমান, শাহ আলম, আব্দুল ওহাব, সজিবুল, নাজিরুল ইসলাম, বাবু, দুলাল প্রমুখ।
Leave a Reply