নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ উপজেলার বীরগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
এর আগে ফায়ার স্টেশন প্রাঙ্গণে জাতীয়, বিভাগীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি প্যারেড সালাম গ্রহণ করেন।
শাজাহানপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় সাংবাদিক, কমিউনিটি ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply