নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ চন্দ্র পাল স্বাক্ষরিত চিঠিতে কমিটি স্থগিত করার নির্দেশ প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ্য আছে, গত ১৪-০৭-২০২০ তারিখে ৩/এস /৪৯ /৫৩১ স্মারক বোর্ড কতৃক অনুমোদিত ম্যানেজিং কমিটির নির্বাচন অনিয়মতান্ত্রিকভাবে হয়েছে মর্মে অজীবন দাতা সদস্য আলী ইমাম ইনোকীর লিখিত অভিযোগের ভিত্তিতে কমিটির যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।
আরো উল্লেখ্য আছে, ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য বগুড়া এডিসি (শিক্ষা ও আইসিটি) প্রদান এবং তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কমিটির কার্যক্রম স্থগিত করতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান এ নির্দেশ দেন।
Leave a Reply