নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাদলা চাঁচাইতারা ও মাঝিড়া এলাকার ৬টি মন্দির পরিদর্শন করেন উপজেলা এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) আশিক খান।
পরিদর্শনের সময় তিনি মন্দিরে মূর্তি তৈরি ও পূজার সকল প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করে মন্দির সংশ্লিষ্টদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতে বলেন। এছাড়াও পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করতে বলেন।
এ সময় শাজাহানপুর থানা এস আই শামিম হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপু কুমার সরকার তাপস, পূজা মন্ডপের প্রতিনিধিরাসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এ বছর শাজাহানপুর উপজেলা ৫৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে।
প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার, ভিডিপি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।
Leave a Reply