ব্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য
নাজিরুল ইসলাম, বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে রাজু হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে জাল টাকাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সাজাপুর গ্রামাস্থ ঢাকা-বগুড়া সহাসড়কের পূর্ব পাশ্বে জব্বার হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ২৩৫০০ টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার নতুন বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে।
হোটেলের ক্যাশিয়ার শফিকুল ইসলাম জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি রাত্রি অনুমান সোয়া ১১টায় হোটেলে প্রবেশ করে বেসিনে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে ভাত ও গরুর মাংসের অর্ডার করে। হোটেলের কর্মচারীরা তাকে উল্লেখিত খাবারগুলো সরবরাহ করে। পরে খাওয়া-দাওয়া শেষে বিল বাবদ ১৭৫ টাকার রশিদ তার হাতে দেয়া হয়। এসময় তিনি তার পকেটে থাকা পাঁচশত টাকার একটি নতুন নোট আমার হাতে দিলে সঙ্গে সঙ্গে আমি নোটটি জাল বুঝতে পেরে তাকে ফেরত দেই। তখন সে নোটটি হাতে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে। এসময় তার পরনে কালো রঙের জিন্স প্যান্টের পকেটে থাকা ফ্রেশ মিনি টিস্যু প্যাকেট হতে আরও বেশ কিছু এক হাজার ও পাঁচশত টাকার নতুন নোট বের করে ছিড়ে ফেলার চেষ্টা করে। এতে এক হাজার টাকার পাঁচটি নোটের এবং পাঁচশত টাকার ১২টি নোটের বামপাশে উপেরর মাথায় সামান্য ছিড়ে যায়। তখন উত্তেজিত জনতা তাকে সামান্য উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নেন।
পুলিশ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির কাছে এক হাজার টাকার ১৫টি জাল নোট যাহার একই সিরিজের নং খল ৪৭৬০২৩০ এবং ১৭টি পাঁচশত টাকার জাল নোটের মধ্যে ৮টি একই সিরিজের নং ছঠ ২৮৭৬৮৪১, ৪টি ছঠ ২৮৭৬৮৪২ এবং ৫টি ২৮৭৬৮৪৪ সিরিজ নং সহ মোট ২৩ হাজার পাঁচশত জাল টাকা উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা নিয়ে আসামীকে বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়েছে। এঘটনায় তাকে রিমান্ডের আবেদনও জানিয়েছেন।
Leave a Reply