নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে মৎস্য সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সুফলভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সুফলভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে মাছের খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রেগ্রামার মোস্তাফিজুর রহমান, এএইচএম আরাফাত, আব্দুল মান্নান প্রমুখ।
উপজেলা মৎস্য দপ্তরে মাধ্যমে ৩ জন প্রদর্শনী মৎস্য চাষীদের মাছ চাষের উপকরণ হিসেবে ৫৮০ কেজি মাছের খাদ্য বিতরণ করা হয়।
Leave a Reply