নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে চুরি হয়ে যাওয়া প্রায় ২ লাখ টাকার মূল্যের ৩টি গরু উদ্ধার ও ২ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে উপজেলার জামাদারপুকুর মোড় থেকে পালানোর সময় গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দূর্গাপুর গ্রামের মনিরুল ইসলাম ও রংপুর জেলার কোয়াতলী উপজেলার পালিচড় মৌলভীপাড়ার মুক্তার হোসেন।
এর আগে শনিবার রাতেই উপজেলা গোহাইল ইউনিয়ন পানিহালি গ্রামে লাজেম প্রামানিকের বাড়ির গোয়াল থেকে ১ টি বাছুর ও ২ টি লাল রংয়ের গাভী চুরি হয়।
শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গরু চুরির ঘটনায় চার জনের নামে মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বাকী দুইজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।
Leave a Reply