বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে গরু খামারীদের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রশিক্ষণ কক্ষে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম শামসুদ্দিন। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. কানিস ফারজানা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় ৫০ জন নারী ও পুরুষের বেকারত্ব দূরীকরণে ৩ দিনের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
Leave a Reply