নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেছেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন তার বাস্তবায়নে শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এ জন্য দেশের যুব ও তরুণ সমাজকে তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়ায় ‘এসইও এক্সপার্ট বাংলাদেশ’ নামের একটি আইটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
অধ্যক্ষ মুহম্মদ জাফর আলমগীরের সভাপতিত্বে এবং এসইও এক্সপার্ট বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান নূরুজ্জামান, চোপীনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা সহকারি প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইও এক্সপার্ট বাংলাদেশ’র সিইও শাজাহান আলী, সিএফও আব্দুর রাজ্জাক, এসিইও রাজিয়া সুলতানা, সিটিও রাব্বি হোসেন প্রমুখ।
Leave a Reply