শাজাহানপুরে ইয়াবাসহ গ্রেফতার ২
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায়ী রবিউল আলম ওরফে ভোট (৫৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে ১৬পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে একই রাতে উপজেলার মাড়িয়া গ্রাম থেকে ১৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে ৫টি মামলা রয়েছে বলে জানান থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া রবিউল আলম ভোট উপজেলার জোকা মন্ডলপাড়ার মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোকা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ১৬পিচ ইয়াবাসহ ভোটকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী ভোটের বিরুেদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক আইনে ৯টি মামলা রয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, মাদক কারবারিরা যত বড় ক্ষমতাশালী হোক তারা আইনের হাত থেকে কেউই রেহাই পাবে না।
Leave a Reply