নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে তৃতীয় ধাপে ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৮৭ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৫ জন এবং সদস্য পদে ৩১৮ প্রার্থী।
মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ৫ টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা ছিল। আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিভিন্ন বাজার, পাড়া, মহল্লাব্যাপী উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী প্রচারণা প্রস্তুতি, কর্মীসভা, জনসংযোগ ও বর্ধিত সভার মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছে। এবারে ইউপি নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে তরুণ ভোটারের মাঝে। তবে সব প্রার্থী চায় একটি অংশগ্রহণমূলক পরিচ্ছন্ন নির্বাচন।
জানা গেছে, ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। অপর দিকে বিএনপি কেন্দ্রীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহণ না করায় বেশকিছু বিএনপি নেতা, আওয়ামীলীগ নেতা ও অন্যরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যানের মনোনয়ন জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করার কারণে আমরুল ইউনিয়নের ২ জন প্রার্থীকে শোকজ করা হয়েছে।
Leave a Reply