নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলমের আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আসর উপজেলার জোড়া এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা করা হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মেজবাউল আলম ও সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আবু জাফর আলী, রেজাউল করিম ঠান্ডু, উপাধ্যক্ষ নেছার আলী, নজরুল ইসলাম মাস্টার, আব্দুল হাই মাস্টার, আব্দুল মালেক। আলোচক ছিলেন আনোয়ারুজ্জামান। সহযোগিতায় ছিলেন
আরিফুর রহমান কাজল, শিবলী, সিজান প্রমুখ।
Leave a Reply