শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ইউপি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ। প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ ওঠার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর, প্রচার কাজে বাঁধা প্রদান সহ নানা অভিযোগ উঠছে।
এরই ধারাবাহিকতায় উপজেলা সদরের মাঝিড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামানের সাজাপুর কাগজীপাড়ায় স্থাপিত নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং অফিসারের নিকট এ সংক্রান্ত লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাতে কে বা কাহারা সাজাপুর কাগজীপাড়া নৌকা প্রতিকের নির্বাচনী অফিসের টেবিল, চেয়ার ভাংচুর করে এবং অফিসে টানিয়ে দেয়া নৌকা প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে এবং পদদলিত করেছে। এমন ঘৃন্য কাজের জন্য দায়ি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দাবি জানানো হয়।
মাঝিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: দুলাল হোসেন জানিয়েছেন, মাঝিড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। শাজাহানপুর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি তদারকির দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে অভিযোগটি পাঠানো হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।
Leave a Reply