নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষকদের সাথে সভাপতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সারাদেশের ন্যায় মহামারি করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দীর্ঘ এক বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমলমতী ছাত্রছাত্রীদের ভবিষ্যত সাফল্যের কামনায় ও তাদের পুনরায় পড়াশুনায় মনোনিবেশ করার লক্ষ্যে আবারও স্কুল কলেজ খোলার নির্দেশ দিয়েছেন।
করোনা হতে রক্ষায় সকল সরকারি নির্দেশনা মেনে রুটিন মোতাবেক ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
এই লক্ষ্যে শিক্ষকদের নিয়ে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের পাঠদানে প্রস্তুতিমূলক মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, আসন্ন গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশি মোঃ আলী ইমাম ইনোকী।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন, শিক্ষক প্রতিনিধি শামসুল আলম, অভিভাবক প্রতিনিধি আব্দুর রশিদ, কলেজের প্রভাষক জিনাত পাতা, ছন্দা বেগম, সিনিয়র শিক্ষক আতাউর রহমান, আফজাল হোসেন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং সকল কর্মচারীবৃন্দ।
Leave a Reply