বোরহান উদ্দিন
জন্ম আমার এই বাংলায়
মরণ যেন হয়
মাগো দোয়া করো তুমি
শত বছর পরও যেন
এই বাংলায় জন্মি
সবুজ পাতার কুড়িগুলো
আমায় যেন ডাকে
সরু রাস্তা দিয়ে
আসবে কবে তুমি
মুগ্ধ হবে তুমি
রূপের ঝলক দেখে
কোকিল পাখি গাইছে গান
রূপের ঝলক দেখে
শুনবে নাকি তুমি
আসব আমি ফিরে
রূপের ঝলক দেখতে
কূহ কূহ শুনতে
হাওর বিলের শাপলা গুলো
আমায় যেন ডাকে
দেখবে নাকি রূপের ঝলক
আসবে কবে তুমি
হাজারো রকম পাখির ঝলক
দেখবে নাকি তুমি
মাগো দোয়া করো তুমি
শত বছর পরও যেন
এই বাংলায় জন্মি
Leave a Reply