মতলব দক্ষিণ, চাঁদপুর :
অদ্য ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন উপলক্ষ্যে চার শতাধিক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করার হয়। দেশসেরা ২০জন স্বেচ্ছাসেবককে এই পুরস্কার প্রদান করায় হয়। লোটাস-বাড চ্যারিটি ফোরাম -এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. রাকিবুল হাসান ১৪তম পুরস্কার অর্জন করেন।
এই অনুষ্ঠানটির আয়োজক ছিলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা VSO (Voluntary Service Overseas), দেশীয় স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা Volunteer Opportunities এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের IDMVS (Institute of Disaster Management and Vulnerability Studies - University of Dhaka)। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হারিস ওসমান (হাই কমশনার, ব্রুনেই দারুসসালাম), প্রফেসর এএসএম মাকসুদ কামাল (ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়), ক্রিস্টিম ব্লকুজ (ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি),টুমু পুটিয়ানেন (আইএলও এর বাংলাদেশ প্রতিনিধি), প্রফেসর খন্দকার মুকাদ্দেম হোসাইন( প্রো-ভিসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), এবং অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।
এই পুরস্কারটি লোটাস-বাড চ্যারিটি ফোরাম -এর নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী ও দাতাদের জন্য উৎসর্গ করা হলো। আপনাদের অবিরত সমর্থন ও প্রতিটি স্বেচ্ছাসেবামূলক কাজে আপনাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণই আমাদের আজকের এই অর্জনের পিছনে শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করেছে।
উল্লেখ্য, ১৫ বছর ধরে দারিদ্র্য মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, প্রায় ৩০০ ব্যাগ রক্ত প্রদান, শতদল পাঠশালার মাধ্যমে শিক্ষা সেবা, মেডিক্যাল ক্যাম্প, করোনাকালীন অক্সিজেন সেবা ও দুর্যোগকালীন নানান উদ্যোগে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ৪০ হাজার মানুষের মধ্যে প্রভাব তৈরি করায় এই পুরস্কার প্রদান করা হয়।