মোঃ মাসুদ রানা রাশেদ:
মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্টেশন আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাট রেল স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টেশনের আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply