মোঃ মাসুদ রানা রাশেদ:
আগামী ২৮ নভেম্বর তৃতীয় পর্বে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৯টি ও কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ নভেম্বর) বরাদ্দকৃত প্রতীক পাওয়ার পর থেকেই চেয়ারম্যান, সদস্য, সদস্যা প্রার্থীরা নিজের পরিচয় এবং বরাদ্দকৃত প্রতীক ভোটারদের জানিয়ে দেয়ার জন্য পোস্টার লাগিয়ে এখন পোস্টারের শহরে পরিণত করেছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি। সুতলি দিয়ে রাস্তার দু’ধারে পোস্টার টানানো হয়েছে। এছাড়া মাইক ব্যবহার করে প্রার্থীরা ছন্দ আকারে তাদের মার্কাসহ নাম প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন দিন-রাত।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৯টি (মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম, বড়বাড়ী) ও কালীগঞ্জ উপজেলার ৮টি (ভোটমারী, মদাতী, তুষভান্ডার, দলগ্রাম, চন্দ্রপুর, গোড়ল, চলবলা, কাকিনা) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য, সদস্যা পদের বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply