মোঃ মাসুদ রানা রাশেদ:
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দ লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সমবায় রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকার, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল প্রমুখ। এ সময় লালমনিরহাট সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply