মোঃ মাসুদ রানা রাশেদ:
শনিবার (৬ নভেম্বর) বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের আয়োজনে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা, লালমনিরহাট জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মাদক বিরোধী প্রচারনামূলক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট ১৫ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল এস এম তৌহিদুল আলম পিএসসি, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয় সহকারী পরিচালক খায়রুল বাশার প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।