লালমনিরহাটে মেজর জেনারেল (অবঃ) সি, আর, দত্ত-এঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে- শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও স্মৃতিতর্পণ
মোঃ মাসুদ রানা রাশেদ: মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সি, আর, দত্ত-এঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে- শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও স্মৃতিতর্পণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা এ শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও স্মৃতিতর্পণের আয়োজন করে।
সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক জীবন রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বিধুভূষণ রায় সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply