মোঃ মাসুদ রানা রাশেদ:
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখা ও লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকালে রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত ওই নতুন কার্যালয় শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা জেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি খুরশীদুজ্জামান আহমেদ, অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার, মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, সমিতির লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত দীনেশ চন্দ্র রায়, প্রধান শিক্ষিকা মোহসেনা বেগম মিনা, মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সহসভাপতি একরামুল হক সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক নুর ইসলাম সরকার। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply