মোঃ মাসুদ রানা রাশেদ:
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লালমনিরহাট চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লালমনিরহাটের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। বক্তব্য রাখেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লালমনিরহাটের উপ-সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply