মোঃ মাসুদ রানা রাশেদ:
দীর্ঘ ৫বছর পর অনুষ্ঠিত হচ্ছে সেই কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্যার নির্বাচনের ভোট গ্রহণ। ভোটকেন্দ্রের সামনে তাই দীর্ঘ লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অবশেষে ভোট প্রদান করছেন। তবে বিন্দুমাত্র ক্লান্তি নেই তাতে। এ যেন ইতিহাসের সাক্ষী হওয়ার এক ভিন্ন উদ্দীপনা। যেখানে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করাই একমাত্র লক্ষ্য।
সরেজমিনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সবগুলো কেন্দ্রের সামনেই ভোটারদের দীর্ঘ লাইন। শীতের সকালে মিষ্টিমাখা রোদে অনেকে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করছেন। ভোট দিয়ে ভোটারদের বের হতে বেশ সময় লাগছে। তবে ভোট প্রদান শেষে সবার মুখেই ছিল তৃপ্তির হাসি।
২নং ফুলগাছ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে দীর্ঘ ১ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মোঃ হযরত আলী।
ভোট দিয়ে তিনি বলেন, দীর্ঘ ১ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। তবে ভোট দিয়ে ভালো লাগছে। ভোটারদের সংখ্যা বেশি তাই লাইন দীর্ঘ হচ্ছে।
২নং ফুলগাছ গ্রামের মোঃ নুর আলম বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলাম ভোট দেওয়ার জন্য। ভোট দিতে অনেক সময় লাগছে। তবে ইতিহাসের সাক্ষী হওয়ার স্বাদই আলাদা। তাই দীর্ঘ লাইনে দাঁড়াতেও খাড়াপ লাগছে না।
একই গ্রামের মোঃ তৌহিদ হাসান বলেন, ভোটের জন্য দীর্ঘ লাইন রয়েছে। তবে আমরা সুষ্ঠুভাবেই ভোট দিয়েছি।
উল্লেখ্য যে, আজ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৯টি (মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম, বড়বাড়ী) ও কালীগঞ্জ উপজেলার ৮টি (ভোটমারী, মদাতী, তুষভান্ডার, দলগ্রাম, চন্দ্রপুর, গোড়ল, চলবলা, কাকিনা) ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।
Leave a Reply