বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক ও বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুল মিলনায়তনে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার আয়োজনে গুণীজন সংবর্ধনা, সাহিত্য-সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সভাপতি স্বপ্না জামান। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগের গর্ভণর রোটারিয়ান ড. আর কে ধর, বিশ্ব কবি মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহবায়ক পুলক কান্তি ধর। বক্তব্য রাখেন অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ, মাখন লাল দাস, এন্তাজুর রহমান, সুপেন্দ্র নাথ দত্ত, স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, মজিবর রহমান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। এ সময় মনসুর আলী সরকার, হাসিনা মাহবুব, আলেয়া ফেরদৌসী লাকীসহ অন্যান্য সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক মোল্লা আজিজুল হক।
Leave a Reply