মোঃ মাসুদ রানা রাশেদ:
শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের বাটা মোড়ে সচেতন অভিভাবক সমাজ লালমনিরহাটের আয়োজনে জনগণের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করুন অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সাধারণ সম্পাদক বদিউজ্জামান সোহাগ, গণসংহতি আন্দোলন আদিতমারী উপজেলা শাখার আহবায়ক নয়ন কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মুহিন রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজমুল হক পুতুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সাবেক সভাপতি এ্যাডঃ মধু সুধন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত প্রমুখ। এ সময় সচেতন অভিভাবক সমাজ লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির।
Leave a Reply