কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কান্দিনপাড় ইউনিয়নের অশ্বতলা গ্রামে রাত ২:১৫ মিনিটের সময় বজ্রপাতের কারনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অঝর বৃষ্টির মধ্যেও অগ্নি সংযোগে ৫টি ঘর পুড়ে ছাই। এই ঘর পুড়ার কারনে এলাকায় আতংক বিরাজ করছে।
অশ্বতলা গ্রামের আমির আলির ছেলে আবদুল মজিদ, লতিফা বেগম ও ছকিনা বেগমের বসতঘর, গোয়ালঘর এবং রান্না ঘর পুড়ে প্রায় ২৬ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।
আবদুল মজিদের ২ ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ২টি পাসপোর্ট, নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং অন্যান্য স্বর্ণলংকার পুড়ে ছাই হয়ে যায়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম ও কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক এবং অত্র ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এইদিকে ক্ষতিগ্রস্থদের সাময়িক সহযোগিতা করার জন্য আস্বাস প্রদান করেন ইপি সদস্য সাইফুল ইসলাম চৌধুরী।
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী আলহাজ্ব মো: তাজুল ইসলাম এমপি’র সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগিরা।
Leave a Reply