রবিউল হোসাইন সবুজ,লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা লাকসাম আবারো পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়।
(২৩ আগস্ট) সোমবার লাকসাম পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নেসা বাড়ির পিছন একটি পুকুর থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়৷
জনৈক সবুজ মিয়া নামে একব্যক্তি লাকসাম থানা পুলিশকে সংবাদ দেন,২৩ আগস্ট সোমবার বেলা অনুঃ ১ঘটিকার সময় লাকসাম থানাধীন লাকসাম পৌরসভাস্থ ০৬নং ওয়ার্ড পশ্চিমগাঁও সাকিনে নবাব ফয়জুন্নেছা কলেজের উত্তর পার্শ্বের দিঘীতে তাহার ছেলে সাহাদাত হোসেন সায়মন উক্ত দিঘীতে গোসল করতে গেলে তার পায়ের সাথে লাগলে সে তাহা উপরে উঠায় এবং গ্রেনেড সদৃশ বস্তুটি দেখতে পায়। যাহার লম্বা অনুমান ৩ ইঞ্চি, গোলাকার অনুমান ৫ইঞ্চি হবে। যাহাতে মরিচা ধরা। ধারণা করা হচ্ছে ইহা মহান স্বাধীনতা যুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের অবিস্ফোরিত গ্রেনেড।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন সাইমন ও আব্দুর রহমান সাইমন নামের স্কুলপড়ুয়া দুই ছাত্র পুকুরে গোসল করতে নামলে তাদের পায়ে গ্রেনেডটি খোঁচা লাগে তখন তারা এটিকে উপরে উঠিয়ে নিয়ে আসে।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে গ্রেনেডটি স্কুল পড়ুয়া ছাত্রদের কাছ থেকে একটু দূরে সরিয়ে রেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড উদ্ধারকারী নিয়ে যায়৷
ধারণা করা হচ্ছে ৭১ সালে যুদ্ধের সময়কার অব্যবহৃত এই গ্রেনেড পুকুরে পাওয়া গেছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , বিকেলের দিকে এলাকার লােকজন দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
Leave a Reply