রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের খুন্তা স্ট্রিল ব্রীজের নিছে থেকে গলায় রশি বাঁধা অজ্ঞাত এক নবজাতকের লাশ পাওয়া যায় ।(শনিবার) বিকেলে এ লাশ উদ্ধার করা হয়েছে। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে দাফনের নির্দেশ প্রদান করেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের খুন্তা স্ট্রিল ব্রীজের নিছে গলায় রশি বাঁধা একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে লাকসাম খুন্তা নতুন মসজিদের সামনে নিয়ে আসেন হুমায়ুন নামক এক ব্যক্তি।
হুমায়ুন আহমেদ দৈনিক আজকের জনবানীকে বলেন,আমি এ নবজাতকে গলায় রশি বাঁধা মৃত পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশের এসআই আবু নাছের ঘটনাস্থলে এসে লাশ বেওয়ারিশ লাশ হিসাবে দাফনের নির্দেশ প্রদান করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেসবাহ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চত করেন।
Leave a Reply