মোঃ মোশারফ হোসেন (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগতি থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্নালঙ্কারসহ পলাশ হালদার(৩৫)নামে এক যুবককে গ্রেফতার করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ১৩ ভরি স্বনালঙ্কার উদ্ধার করা হয়।
বুধবার(২৪ নভেম্বর)ভোরে শিবালয় উপজেলার সাকরাইলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে সংবাদ ব্রিফিংয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবীর জানান, পলাশ হালদার ও হৃদয় সাহা দুর্লভ নামে দুই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বর্নের দোকানে কর্মচারী হিসাবে কাজ করেন।সেই সূত্র ধরে তাদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে।সম্প্রতি দুর্লভ লক্ষীপুরের রামগতি শহরে ‘কানুন স্বর্ণ শিল্পালয়’ নামে একটি স্বর্ণের দোকান চালু করেন। পলাশ হালদারকে ওই দোকানের কর্মচারী নিয়োগ দেয়া হয়।
সুযোগ বুঝে গত ২৭ অক্টোবর দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে আসে পলাশ।ওই দিনই হৃদয় সাহা দু্র্লভ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।এর আগে পলাশের খোঁজে মানিকগঞ্জে দুই দফা অভিযান চালায় লক্ষীপুর থানা পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ।এসময় তার কাছ থেকে কানের দোল, চেইন, আংটি, নাকফুল, হাড়সহ ১৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ওসি ফিরোজ কবীর জানান, বিকালে আসামীকে লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply