লংগদু প্রতিনিধিঃআরাফাত হোসেন বেলাল।
পাহাড়ে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিরাজমান বৈষম্যমূলক কোটা পদ্ধতি পাহাড়ের একটি জনগোষ্টিকে পিছিয়ে দিচ্ছে। একটি জনগোষ্টিকে বঞ্চিত করে কখনো শান্তি সম্প্রীতি স্থাপন করা সম্ভব নয়। তাই শান্তি সম্প্রীতি স্থাপন করতে পার্বত্য চট্টগ্রামে কোটা ব্যবস্থায় বৈষম্য দূর করার আহবান জানিয়েছেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন “পার্বত্য চট্টগ্রামে নাগরিক পরিষদ” এর নেতৃবৃন্দ।
রবিবার (১৪ নভেম্বর ) লংগদুতে নাগরিক পরিষদের অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম খলিল চৌধুরী। সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাকিব হোসেন। যুগ্ম আহবায়ক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক এবি এস মামুন বিশেষ অতিথি ছিলেন বাইট্টাপাড়া বাজার কল্যাণ সমিতির সভাপতি রাকিব ফরাজি। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সদস্য সচিব মনির হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র পরিষদ নেতারা
বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন একপেশে বন্ঠন হচ্ছে। বিশেষ করে পিছিয়ে থাকা বাঙ্গালী সম্প্রদায়সহ আরো বেশ কয়েকটি প্রান্তিক নৃ-গোষ্ঠির মানুষ উন্নয়ন ও সুবিধা থেকে বঞ্চিত। জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি সম বন্ঠন হচ্ছে না অভিযোগ তোলে বক্তারা বলেন এসব বৈষম্য নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে।
Leave a Reply