মোঃ মোজাম্মেল হোসাইন রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন মো.শামিম।
সোমবার (১১ অক্টোবর) মনোনয়ন পত্র বাছাইয়ে তাঁর দাখিল করা ৬ নম্বর ওয়ার্ডের একমাত্র মনোনয়ন পত্রটি বৈধ হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।বাকি রয়েছে আনুষ্ঠানিক ঘোষণার।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রামগড় পৌর নির্বাচনে কাউন্সিল পদে ৩৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা করেন। বৈধ ঘোষণা করা হয়েছে ৩৪ জনের।বাতিল ঘোষণা করা হয়েছে দুই প্রর্থীর। সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ৯ জনের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেবশীষ বিশ্বাস বলেন, ১৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বেসরকারিভাবে ঘোষণা দিবে নির্বাচন কমিশন (ইসি)।
কাউন্সিলর মোঃ শামিম রামগড় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং পৌরসভার তৈচালাপাড়া এলাকার বাসিন্দা। তরুণ এ রাজনৈতিক নেতা ২০১৬ সালে রামগড় পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে সর্বপ্রথম ৬ নম্বর ওয়ার্ড হতে প্রথম পৌরকাউন্সিলর নির্বাচিত হন। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।
কাউন্সিলর মো. শামিম বলেন, রামগড় পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমাজের বসবাসরত জনগণ নিজেদের উদ্যোগে সভা আয়োজন করে সর্বসন্মতিক্রমে আমাকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত করেন।
শামিম বলেন, আমি আমার ওয়ার্ডের সকল জনসাধারণের নিকট কৃতজ্ঞ। জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি তাদের এ ঋণ পরিশোধ করতে পারবো না। তবে আমি পূর্বের মতো তাদের সুখে দুঃখে পাশে থাকবো। ওয়ার্ডের বিভিন্ন সমস্যাগুলো সমাধান এবং এলাকার আরও উন্নয়নমূলক কাজ করতে আমরা চেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply