মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অপ্রিতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করতে সর্বোচ্চ কঠোর অবস্থানে ছিল প্রশাসন।নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল এবং ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আবদুল হক ৬৯৫ ভোট ২নং ওয়ার্ডে শ্যামল ত্রিপুরা ৫১৭ ভোট ৩নং ওয়ার্ডে জিয়াউল হক ৮৯৬ভোট ৪নং ওয়ার্ডে আহসান উল্যাহ৭৭৯ ভোট ৫নংওয়ার্ডে জামাল উদ্দিন৫৮১ ভোট ৬নং ওয়ার্ডে মোহাম্মদ শামীম (বিনাপ্রতিন্ধিতায়) ৭নং ওয়ার্ডে আবুল বশর ১০০৮ ভোট ৮নং ওয়ার্ডে জসিম উদ্দিন চৌধুরী ৮৯৯ ভোট ৯ নং ওয়ার্ডে আবুল কাশেম ৫৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিবি আয়েশা ২৬১৩ ভোট কনিকা বড়ুয়া ২৫৫৬ আনোয়ারা বেগম২৬১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
এই নির্বাচনে জয়ের মাধ্যমে ৪ নং ওয়ার্ডের কাউন্সিল আহসান উল্লাহ এবং সংরক্ষিত কাউন্সিলর আনোয়ারা বেগম তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে জয়ের হেট্রিক তৈরি করেন।
Leave a Reply