মোঃ মোজাম্মেল হোসাইন ,রামগড় প্রতিনিধি ।
খাগড়াছড়ি রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে ।নবনির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল,তিন সংরক্ষিত নারী কাউন্সিলর ও নয় সাধারণ কাউন্সিলরগণ দ্বায়িত্ব গ্রহণ করেন।মেয়র মোহাম্মদ শাহজাহানের অনুপস্থিতিতে পৌরসভার প্রকৌশলী ও সচিব আলী ইমরান হোসেন পিংকু নবনির্বাচিত মেয়রের হাতে দ্বায়িত্ব হস্তান্তরের দলিল দস্তাবেজ অর্পণ করেন।রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে পৌরপ্রাঙ্গনে দ্বায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ কে এম আলীম উল্লাহ,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মাইন উদ্দিন, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,মাটিরাংগা আদর্শ উপজেলা চেয়ারম্যান রফিকুল আলম,মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, রামগড় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মু জয়নুল আবেদীন,রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল বশর।আরও বক্তব্য রাখেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,জেলা আওয়ামী লীগের সদস্য শের আলী ভূঁইয়া রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, নবনির্বাচিত কাউন্সিলর মোঃ শামিম ও সংরক্ষিত নারী কাউন্সিলর আনোয়ারা বেগম।অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী,এলাকার গণ্য মান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply